29 C
Dhaka
Saturday, April 27, 2024

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে নির্যাতন করে স্ত্রী আরজু বেগমকে হত্যার দায়ে স্বামী কামাল উদ্দীনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় ঘোষণা করেন।

রায়ের সময় স্বামী আদালতে উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড: আবুল বাশার রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৯ সালের ২ জানুয়ারি রাত ৯টার দিকে কালাম উদ্দীন তার স্ত্রী ও ৫ সন্তানের জননী আরজু বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যা করে। পরে এ ঘটনায় পরের দিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আদালতে ১৫ জন সাক্ষী সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামীকে দোষী সাব্যস্ত করে বিচারক তাকে মৃত্যুদণ্ড দেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর