29 C
Dhaka
Friday, April 26, 2024

লক্ষ্মীপুরে লকডাউনে ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

লক্ষ্মীপুর প্রতিনিধি

চাকুরির খবর

লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের চলমান করোনা ও কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য বিতরন করা হয়েছে।

১৩ জুলাই (মঙ্গলবার) সকালে পরিষদ কার্যালয়ের এই বিতরনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যা বিপ্লব, সদর থানা আওয়ামী লীগের আহবায়ক মো: হুমায়ুন কবির পাটওয়ারী চেয়ারম্যান, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এডভোকেট জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সদর উপজেলার ৯টি ইউনিয়নে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা (চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ) প্রধানমন্ত্রীর উপহারের প্যাকেট বিতরণ করা হয়। এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

নয়ন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, করোনা পরিস্থিতির সময় একজন মানুষও যাতে না খেয়ে থাকেন। সেজন্য প্রত্যেকটি ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

আমরাও ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। এজন্য প্রধানমন্ত্রীর জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে আশ্রয়ণ প্রকল্প চালু করেছে। সেখানে প্রতিটি পরিবারের জন্য একটি করে ঘর নির্মাণ করে দিয়েছেন।

যা অতীতে কোন সরকার করতে পারেনি। এ জেলায় এ পর্যন্ত ১৭০০টি ঘর বরাদ্ধ হয়েছে। এর মধ্যে প্রায় ১৪’শটি নির্মাণ করা হয়েছে। আরো নতুন ঘর বরাদ্ধ করা হবে। আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে আছে, প্রশাসনও আপনাদের পাশে আছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর