30 C
Dhaka
Thursday, May 2, 2024

নরেন্দ্র মোদিকে ফোন জেলেনস্কির

চাকুরির খবর

অনলাইন ডেস্ক:  নিজের টুইটে জ়েলেনস্কি লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে। জি২০-র সভাপতিত্বের সাফল্য কামনা করি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে ইউক্রেনে শান্তি ফেরানোর প্রক্রিয়া বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (২৬ ডিসেম্বর) একটি টুইটে জেলেনস্কি জানিয়েছেন, মোদীর সঙ্গে টেলিফোনে তার কথা হয়েছে। তিনি মোদীকে আসন্ন জি২০ সম্মেলনের সভাপতিত্ব নিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন। খবর আনন্দবাজারের। 

তিনি আরও লিখেছেন, ‘এই মঞ্চেই (জি২০) আমি (ইউক্রেনে) শান্তি প্রক্রিয়ার বিষয়ে ঘোষণা করেছিলাম এবং এখন এর বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের দিকেই তাকিয়ে রয়েছি। জাতিসংঘে (ভারতের) সাহায্য এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে জ়েলেনস্কির দেশকে সমর্থন জানিয়েছে আমেরিকা-সহ বহু পশ্চিমা দেশ। যুদ্ধের মধ্যে সম্প্রতি জ়েলেনস্কির আমেরিকা সফরেও আবার সে কথা উল্লেখ করেছেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন।

দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়ার বিষয়টি অধরাই থেকে গিয়েছে। যদিও পুতিনের দাবি, যুদ্ধের অবসান করতে চায় রাশিয়া। তবে বাস্তবে তা হয়নি। উল্টো বড়দিনের আগে ইউক্রেনের বিরুদ্ধে হামলা আরও জোরদার করেছে রাশিয়া।

এর আগে গত ১৬ ডিসেম্বর পুতিনের সঙ্গে ফোনে কথা হয় মোদীর। সংবাদমাধ্যমের দাবি, ওই কথোপকথনে ইউক্রেনে শান্তি ফেরানোর প্রসঙ্গে আলাপ-আলোচনা এবং কূটনৈতিক মাধ্যমের ওপরে জোর দেওয়ার কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর