28 C
Dhaka
Friday, April 19, 2024

বলিউড সুপারস্টার সালমান খান

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ১৯৬৫ সালের এই দিনে ভারতের মধ্যপ্রদেশের ইনদোরে জন্মগ্রহণ করেন সালমান। তার বাবা বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খান এবং মা সালমা খান। সালমানের প্রকৃত নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান।

নিজেকে হিন্দু এবং মুসলমান দুই ধর্মের মানুষ বলেই পরিচয় দেন এ অভিনেতা। সালমানের সৎ মা অভিনেত্রী হেলেন। তার ভাই আরবাজ খান, সোহেল খান এবং বোন আলভিরা খান। এছাড়া অর্পিতা খান নামে তার একজন পালক বোন আছে।

তার জন্ম সিনে পরিবারে। বাবা ছিলেন সেই সময়কার জনপ্রিয় চিত্রনাট্যকার। তাই বড় ছেলে হিসেবে তারও রূপালি জগতে আসাটা অনেকটা স্বাভাবিক ছিল।

কিন্তু সেই স্বাভাবিক আগমনকে অস্বাভাবিক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ছুঁয়েছেন জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়া। ‘স্টারডম’ শব্দটাকে যেন নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি।

বলছি বলিউড সুপারস্টার সালমান খানের কথা। বলিউড ভাইজান কিংবা সুলতান নামে অভিহিত এই মহাতারকা ইন্ডাস্ট্রির অন্যতম খুঁটি। তার নামেই সিনেমা হয় সুপারহিট। আর দর্শকরা ভাসে উল্লাসের জোয়ারে।

আজ ২৭ ডিসেম্বর সালমান খানের ৫৭তম জন্মদিন। শুভ জন্মদিন ভাইজান। হাফ সেঞ্চুরি পার করা এই ৫৭ বছরের জীবনে সালমান খান সিনে দুনিয়ায় তারকা খ্যাতি ধরে রেখেছেন ৩৩ বছর ধরে!

সালমানের বলিউডে অভিষেক হয় ১৯৮৮সালে ‘বিবি হো তো এহসি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এই সিনেমায় তিনি একটি গৌণ চরিত্রে অভিনয় করেন। এর পরের বছরই চিত্রপট পাল্টে যায়।

১৯৮৯ সালে সুরাজ বার্জাতিয়া পরিচালিত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় অভিনয় করে দারুণ সাফল্য পান সালমান। সিনেমাটি সেই সময়কার সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে রেকর্ড করে। সেই সঙ্গে সালমানের হাতে চলে আসে শ্রেষ্ঠ নবাগত অভিনেতা ক্যাটাগরিতে  ফিল্মফেয়ার পুরস্কার।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সালমানকে। ‘সাজন’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘করণ অর্জুন’, ‘জড়ুয়া’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘তেরে নাম’, ‘জান-এ-মান’, ‘পার্টনার’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘ওয়ান্টেড’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’ ও ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস থ্রি’, ‘ভারত’সহ অনেকগুলো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

দীর্ঘ ৩২ বছরের ক্যারিয়ারে সালমান খান ছোট ও কেন্দ্রীয় চরিত্র মিলিয়ে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে বড় বড় হিট সিনেমার সংখ্যা চমকে দেওয়ার মতো।

একটানা ১৫টি ১০০ কোটি আয় করা সিনেমা উপহার দিয়েছেন তিনি, যা বলিউডের ইতিহাসে আর কেউ করতে পারেননি। এছাড়া ৩০০ কোটির ক্লাবেও রয়েছে তার ৩টি সিনেমা।

শুধু সিনেমা জগত নয়, টিভি পর্দায়ও সালমানের জনপ্রিয়তা তুঙ্গে। ‘দশ কা দম’, ‘বিগ বস’-এর মতো তুমুল জনপ্রিয় অনুষ্ঠানগুলো তারই সঞ্চালিত। বছরের পর বছর ধরে এগুলো তিনি জনপ্রিয়তার সঙ্গে উপস্থাপনা করে আসছেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর