29 C
Dhaka
Sunday, April 28, 2024

৫ দিন ব্যাপী পিঠা উৎসব শুরু ময়মনসিংহে

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: জাতীয় পিঠা উৎসব ময়মনসিংহ বিভাগ উদ্যাপন পরিষদ এর আয়োজনে নগরীর টাউনহল প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ।

মুঠো ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম, উইমেন্স ই কমার্স এন্ড ট্রাস্ট এর পেসিডেন্ট নাছিমা আক্তার নিসা। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের আহবায়ক মোঃ সারওয়ার জাহান, সদস্য সচিব মোঃ আবুল মনসুর।

অনুষ্ঠানের সভাপতি ম. হামিদ বলেন, আমাদের ঐতিয্যকে বিকসিত ও সামনের দিকে এগিয়ে নিতে আমরা একত্রিত হতে চাই। তিনি আরো বলেন, পিঠা একটা গৃহ শিল্প।

প্রতি বাড়িতেই পিঠা তৈরী হয় এবং পিঠা সবার কাছেই জনপ্রিয়। দেশে প্রায় ১৮০ রকমের পিঠার বৈচিত্র রয়েছে। আমাদের মন, মেধা দিয়ে এই পিঠা শিল্পকে এগিয়ে নিয়ে যাই।

আয়োজক কমিটির সদস্যসচিব আবুল মুনসুর বলেন, মেলায় হরেক পিঠার পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। এ অঞ্চল ও দেশের সব পিঠা নতুন প্রজন্মের সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।

পিঠা উৎসবের আয়োজনে খুশি নারী উদ্যোক্তা ও তরুণ প্রজন্মের ক্রেতারাও। পিঠা প্রদর্শনী ও বিক্রি চলবে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত।

এ ছাড়া থাকছে নাটক, নৃত্য, আবৃত্তি ও লোকজ সংগীতের আয়োজনও। মেলায় মোট ২৮টি স্টল বসেছে। এতে বিভাগের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তারা স্টল নিয়েছেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর