33 C
Dhaka
Monday, April 29, 2024

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন ব্যয়ের হিসেব জানাতে বিটিআরসি’র নির্দেশনা

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে পাঠানো বিটিআরসি’র চিঠিতে গত এক বছরে (২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত) মাস ভিত্তিতে সব ধরনের তথ্য (সফট কপি-এক্সেল শিটসহ) জানাতে বলা হয়েছে।

কমিশনের উপ-পরিচালক নাহিদুল হাসান স্বাক্ষরিত চিঠি বুধবার (১০ আগস্ট) দেশের সকল মোবাইল ফোন অপারেটর, সব আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার), দেশের সব টি-ভ্যাস (টেলিকম ভ্যালু আডেড সার্ভিস) অপারেটর, মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব, আইএসপিগুলোর সংগঠন আইএসপিএবি, এটুপি এমএসএস এগ্রিগেটর অপারেটরদের শীর্ষ নির্বাহীদের বরাবর এই পত্র পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত এক বছরে কত টাকার বিজ্ঞাপন প্রচার হয়েছে তার তথ্য জানতে চেয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সামাজিক যোগাযোগ মাধ্যমের তালিকায় রয়েছে গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো ইত্যাদি।

চিঠিতে কোন মাসে কত ব্যয়, ডিজিটাল বিজ্ঞাপন প্রচারের মাধ্যম (গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো), বিজ্ঞাপনের অর্থের হার, অর্থ পরিশোধ মাধ্যমের বিবরণ, মুদ্রা (টাকা ও ডলার), মোট প্রদানকৃত অর্থ ইত্যাদি ছকে উল্লেখ করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসিতে পাঠাতে বলা হয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর