29 C
Dhaka
Sunday, April 28, 2024

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের গতিশীল-বিস্তৃত সম্পর্ক রয়েছে: সাবের হোসেন

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: সোমবার (০৬ নভেম্বর) রাজধানীর পরীবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। সংশিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী নিয়ে আলোচনা হয়, কোনো পক্ষই তা নিয়ে কিছু বলেনি।

প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি গতিশীল ও বিস্তৃত সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই অংশীদারত্বকে আরও গভীর ও সমৃদ্ধ করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

এরআগে গত গত ০৩ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন পিটার হাস। তবে কী নিয়ে আলোচনা হয়, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর