40 C
Dhaka
Monday, April 29, 2024

মোহাম্মদ আলী পদ্মা ব্যাংকের উপদেষ্টা হিসেবে যোগদান 

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ১৯৭৭ সালে সোনালী ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন জনাব আলী। সফল কর্মজীবনে তিনি ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট লিমিটেড (পরবর্তীতে এনসিসি ব্যাংক হিসেবে আর্বিভূত), স্ট্যান্ডার্ড ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকের মতো আরও অনেক স্বনামধন্য ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। 

সুদীর্ঘ কর্মজীবনে তিনি ফরেন এক্সেচঞ্জ, ইন্টারন্যাশনাল ডিভিশন, জেনারেল ব্যাংকিং অপারেশনস সহ শাখা ব্যাংকিং এবং আর্থিক প্রশাসনে প্রশংসনীয় কাজের পুরস্কার হিসেবে বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্ট পদে নিজের মেধার ছাপ রাখেন।

মোহাম্মদ আলী ক্রেডিট প্রধান, ট্রেজারি প্রধান, আন্তর্জাতিক বিভাগের প্রধান এবং মানব সম্পদ বিভাগের প্রধান হিসাবে সুনামের সাথে কাজ করেছেন।

এছাড়াও তিনি কর্ম দক্ষতা দিয়ে হেলেন কেলার রিসার্চ ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, অতীশ দিপঙ্কর গোল্ড মেডেল, মাদার তেরেসা গোল্ড মেডেল সহ অসংখ্য অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন ২০১৪ সালে তাঁকে দক্ষিণ এশিয়ার সেরা সাইও হিসেবে আখ্যায়িত করেছে।

মোহাম্মদ আলী দেশের বাইরেও বিভিন্ন ট্রেনিং ও ওয়ার্কশপে অংশ নিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ইউসি বার্কলির কর্পোরেট গভর্নেন্স ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে এক্সেকিউটিভ প্রোগ্রাম, কলাম্বিয়া বিজনেস স্কুল-এর লিডারশিপ প্রোগ্রাম ইত্যাদি।

ব্যাংকিং জগতে দীর্ঘ ৩৮ বছরেরও বেশি সময় ধরে বহুমুখী অভিজ্ঞতার ব্যাংকার মোহাম্মদ আলী সম্প্রতি পদ্মা ব্যাংকের উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর