40 C
Dhaka
Monday, April 29, 2024

মন্দিরের জমি নিয়ে সংঘর্ষে মৃত্যু, গ্রেপ্তার ২

চাকুরির খবর

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মন্দিরের জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার করা হয়েছে। রবিবার 

রাতে চিতলমারী উপজেলার খাসেরহাট এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল।

গ্রেপ্তারকৃতরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার কাকইবুনিয়া গ্রামের বিজন বিশ্বাস (৪৫) ও বী‌রেন শিকদার (৬০)। সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস এখনো পলাতক রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল জানান, গত ২০ জানুয়ারি উপজেলার কাকইবুনিয়া গ্রামে দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সংঘর্ষে সুবল শিকদার (৫৫) নিহত হন। গত ৪ ফেব্রুয়ারি নিহতের স্বজনেরা ২০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন।

পরে রবিবার রাতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় দুই আসামিকে চিতলমারীর খাসেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়। এছাড়া বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর