38 C
Dhaka
Thursday, May 2, 2024

ভারত সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: সোমবার (৫ সেপ্টেম্বর) চারদিনের সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর দিল্লি­ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বর্ধিত বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পায়।

দ্বিপাক্ষিক আলোচনার পর, দুই প্রতিবেশী দেশের মধ্যে বেশ সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ভারত সফরের তৃতীয় দিনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামে’র অনুষ্ঠানে অংশগ্রহণ ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত ভারতীয় সেনাদের পরিবারের সদস্যদের মাঝে ‘মুজিব স্কলারশিপ’ প্রদান করবেন।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার সময় ‘বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামে’র অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

সফরসূচী অনুযায়ী বিকেল ৩টার সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত ভারতীয় সেনাদের পরিবারের সদস্যদের মাঝে ‘মুজিব স্কলারশিপ’ প্রদান করবেন শেখ হাসিনা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর