28 C
Dhaka
Friday, April 26, 2024

ভর্তি মেলায় ৫০ শতাংশ ছাড় কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ৭ দিনের এ মেলা চলবে প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে। ভর্তি ফিতে ছাড় ছাড়াও যারা ‘স্পট অ্যাডমিশন’ নেবেন, তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আধুনিক ক্লাসরুম, ডিজিটালাইজড লাইব্রেরি ও মডার্ন ল্যাবের সুব্যবস্থা রয়েছে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ১৩ নভেম্বর থেকে ভর্তি মেলা শুরু হয়েছে। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। যেখানে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হতে পারবেন ছাত্ররা। রবিবার এ মেলার উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।

উল্লেখ্য, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপরেও ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দুটি মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ–১০ রয়েছে, তারা টিউশন ফিতে শতভাগ ছাড় পাবেন।

এমবিএ ও ইএমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) প্রোগ্রামে টিউশন ফির ওপর ৫০ শতাংশ ছাড় থাকছে। শিপিং ও মেরিটাইম সায়েন্স, বিবিএ, সিএসই, ইইই, এলএল.বি, ইংলিশ, মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম এবং মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস বিষয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য টিউশন ফির ওপর রয়েছে ৪০ শতাংশ ছাড়।

ভর্তি–ইচ্ছুকদের ০১৭০৭০৭০২৮০, ০১৭০৭০৭০২৮১, ০১৭০৭০৭০২৮৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশে একমাত্র এই বিশ্ববিদ্যালয়ে শিপিং ও মেরিটাইম সায়েন্স এবং মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস বিষয়ে শিক্ষার সুবিধা রয়েছে যেটা বাংলাদেশের আর কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নেই।

তাছাড়াও মিডিয়া গ্র্যাজুয়েটদের শতভাগ চাকরির নিশ্চয়তা রয়েছে। মেলা উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর