39 C
Dhaka
Tuesday, April 30, 2024

বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেতে সরকার কাজ করেছে: প্রধানমন্ত্রী

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তির যুগে কম্পিউটার ও মোবাইল ফোনে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হবে। তবে প্রচলিত শব্দের পরিভাষা খুঁজতে গিয়ে বাংলাকে দুর্বোধ্য না করার আহবান জানান তিনি।

বিকেলে মাতৃভাষা ইনিস্টিটিউট আয়োজিত আন্তর্জাতিক আলোচনা সভায় এ আহবান জানান প্রধানমন্ত্রী। বিজ্ঞান মনস্ক জাতি গঠনে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট। এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

অনুষ্ঠানে মাতৃভাষার প্রচার ও প্রসারের প্রয়োজনীয়তা তুলে ধরেন ভাষা বিশেষজ্ঞরা।

বক্তব্যের শুরুতে ভাষা শহীদদের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেতে তার সরকার কাজ করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিলো ভাষার প্রসারে তারা কোনো পদক্ষেপ নেয়নি। সর্বত্র বাংলা ভাষার প্রচলন বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয় ভিত্তিক ও বিজ্ঞান শিক্ষার প্রসারে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। সব দিক থেকে দেশকে এগিয়ে নেয়াই তার সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর