33 C
Dhaka
Monday, April 29, 2024

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার ঘটনায় ১৪ দল বিব্রত: আমু

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার ঘটনায় ১৪ দল বিব্রত। নড়াইলের ঘটনা সাম্প্রদায়িক শক্তির উত্থান। এর আগে তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরসহ অনেক জায়গায় এমন পরিস্থিতি সৃষ্টি করেছে।

এটি দেশকে অস্থিশীল করার চক্রান্ত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নাসির নগরের ঘটনার ধারাবাহিকতা। সোমবার কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

এর আগে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিকেলে রাজধানীর ইস্কাটনস্থ বাসভবনে ১৪ দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন ১৪ দল সমন্বয়ক।

বিদুৎ পরিস্থিতি নিয়ে আমির হোসেন আমু বলেন, জ্বালানি সংকট এখন বৈশ্বিক সমস্যা। জ্বালানি তেল কিনতে হলে তেলের দাম বাড়বে, এর ফলে জনগণের ওপর চাপ বাড়বে। জনগনের কথা চিন্তা করে এলাকা ভিত্তিক লোডশেডিংয়ের সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করে ১৪ দল।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর