26 C
Dhaka
Friday, May 3, 2024

নিউ মার্কেট অগ্নিকাণ্ড: ব্যানার-পোস্টারের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ঈদুল ফিতরের পর পরই ঢাকা নিউ সুপার মার্কেট বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর রমরমা ঈদবাজারে এই নির্বাচন নিয়ে চলছিল ব্যাপক প্রচার।

ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল রেজাউল করিম বলেন, মার্কেটটির ফায়ার সেফটি সিস্টেম অত্যন্ত দুর্বল ছিল। দোকানের মধ্যে সাব-দোকান, মার্কেটের ফলস ছাদ, উপরে প্লাস্টিক আইটেম ও ব্যানার-পোস্টারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

ভোটের প্রার্থীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছিল পুরো মার্কেট। আর শনিবার ভোরে এই মার্কেটে সৃষ্ট আগুন এসব ব্যানার-ফেস্টুনের কারণে দ্রুত ছড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।

তিনি বলেন, ‘মার্কেটটির ফায়ার সেফটি সিস্টেম অত্যন্ত দুর্বল ছিল। ব্যবসায়ীরা সিটি করপোরেশন থেকে একটি দোকান বরাদ্দ নিয়ে করিডোরে আরও দুই-তিনটি সাব-দোকান বানিয়েছিলেন।

এ কারণে করিডোরগুলো খুবই সংকীর্ণ হয়ে এক দোকান থেকে আরেক দোকানে কাপড়ের মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।’

লে. কর্নেল রেজাউল করিম বলেন, ‘মার্কেটের ফলস ছাদ, উপরে প্লাস্টিক আইটেম ও ব্যানার-পোস্টারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যত্রতত্র এভাবে ব্যানার-ফেস্টুন আর পোস্টার লাগানোর বিষয়ে আমাদের আরও সতর্ক হওয়া দরকার। এগুলো পরিহার করার সময় এসেছে।

‘আগুন এখনও পুরোপুরি নির্বাপন করা যায়নি। আমাদের ১২টি ইউনিট এখনও কাজ করছে। তবে এখন আর বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে বলে আমরা মনে করছি না।’

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর