37 C
Dhaka
Sunday, May 5, 2024

ডেঙ্গুতে পুরুষ আক্রান্তের হার দ্বিগুণ

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ডেঙ্গু সংক্রান্ত হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো রোববারের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসের ৬ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৬ হাজার ৭৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৬০১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩১ হাজার ১৩১ জন।

২০২২ সালে দেশে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। ২০২১ সালে এ সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। করোনা মহামারি শুরুর বছর অর্থাৎ ২০২০ সালে এ সংখ্যা ছিল মাত্র ১৪০৫ জন।

অবশ্য তার আগের বছর ২০১৯ সালে দেশে লক্ষাধিক মানুষ মশাবাহিত এ রোগে আক্রান্ত হন। সে সংখ্যা এক লাখ এক হাজার ৩৫৪। এবারও ২০১৯-এর মতো বা তার চেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে।

চলতি বছরের মাসভিত্তিক আক্রান্তের চিত্রে দেখা যায়, জানুয়ারিতে আক্রান্তের সংখ্যা ছিল ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন, জুনে ৫৯৫৬ জন, জুলাইয়ে ৪৩,৮৫৪ জন এবং আগস্টের ৬ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪,৯০০ জন।

এ বছরের মে মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজারের ঘরে (১০৩৬ জন) ছিল। জুন মাসে এসে সে চিত্র পাল্টে যায়। জুনে আক্রান্তের সংখ্যা প্রায় ছয়গুণ বেড়ে ৫৯৫৬ হয়।

তবে, সব হিসাব পাল্টে দিয়ে জুলাই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জনে। আগস্টের প্রথম সপ্তাহের চিত্রও ‘ভালো’ কোনো বার্তা দিচ্ছে না। এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯০০ জন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর