18 C
Dhaka
Tuesday, January 7, 2025

চলচ্চিত্রে মারিয়া মিম

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মারিয়া মিম। প্রযোজক মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন মিম নিজেই। তিনি বলেন, ‘ফাইনালি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছি। ইকবাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আমাকে এতো বড় একটি সুযোগ দেয়ার জন্য।

২০ এপ্রিল থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের জন্য এটি পিছিয়ে দেয়া হয়েছে। ঈদের পরে শুটিং হওয়ার কথা রয়েছে।’ সুনান মুভিজের ব্যানারে নির্মিত হবে ‘রিভেঞ্জ’। এটি পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন মোহাম্মদ ইকবাল।

এছাড়া আরও দুটি সিনেমা পরিচালনা করার কথা রয়েছে তার। চলতি বছর শুরুতেই তিনটি সিনেমা পরিচালনা ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল।

প্রযোজক ইকবাল বলেন, ‘আমি আগে নায়ক হিসেবে জিয়াউল রোশান আর ভিলেন হিসেবে মিশা সওদাগরকে চূড়ান্ত করেছি। আগেই বলেছি নায়িকা হিসেবে আমি একটি চমক নিয়ে আসব।

মারিয়া মিম হলো আমার সেই চমক, আশা করি মিম ভালো করবে।’ উল্লেখ্য, শোবিজের পরিচিত মুখ মারিয়া মিম। একাধিক বিজ্ঞাপনে মডেল হয়ে নিজের পরিচিতি বাড়িয়েছেন। কাজ করেছেন ওয়েব সিরিজেও। এবার সিনেমায় নাম লেখালেন।

ছায়াছন্দ

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর