30 C
Dhaka
Friday, April 26, 2024

আওয়ামী লীগ কি একলা হয়ে যাচ্ছে?

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

মহাজোট, ১৪ দলীয় জোট -এ নিয়ে আওয়ামী লীগ চলছিল গত এক যুগ। কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে আওয়ামী লীগ যেন একলা চলো নীতি অনুসরণ করছে। গত কিছুদিন ধরেই আওয়ামী লীগের জোট মহাজোটের মধ্যে অস্বস্তি দেখা যাচ্ছে।

এবার জাতীয় সংসদের দেখা গেল যে আওয়ামী লীগের শরিকরা আওয়ামী লীগের বিভিন্ন সিদ্ধান্ত, পদক্ষেপ এবং সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করছেন। সমালোচনা করে ক্ষান্ত হননি, জাতীয় সংসদের ৩টি আসনের উপ-নির্বাচনের একটিতে আওয়ামী লীগের ১৪ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে।

আর জাতীয় পার্টি তো এরশাদের মৃত্যুর পর থেকে ঘোষণা দিয়েছে যে তারা সব নির্বাচনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর এ কারণেই এখন প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ কি তার শরিকদের থেকে দূরে সরে গেছে। আওয়ামী লীগ কি একলা চলো নীতি অনুসরণ করতে চাইছে।

২০০১ সালের নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ জোটবদ্ধ আন্দোলনের দিকে ঝোঁকে। এই সময় আওয়ামী লীগ ধীরে ধীরে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের রাজনৈতিক দলগুলোকে সঙ্ঘবদ্ধ করে এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক ১৪ দলীয় জোট গঠিত হয়। আর এই ১৪ দলের মাধ্যমেই আওয়ামী লীগ বিএনপি-জামায়াত জোট সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল।

আর নির্বাচনের আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ আরও কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে মহাজোট গঠন করে। ওয়ান-ইলেভেনের আগে যেই নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনে মহাজোটের ব্যানারেই আওয়ামী লীগ নির্বাচন করতে চেয়েছিল।

কিন্তু এরশাদকে ওই নির্বাচনের অযোগ্য ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশনের নজিরবিহীন পক্ষপাত, ভুয়া ভোটার ইত্যাদি নানা দাবীতে শেষ পর্যন্ত ২২ জানুয়ারির নির্বাচন বর্জন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

নির্বাচনের পর বর্জনের পর পরই সেনাসমর্থিত অনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে। এরপর মহাজোট এবং ১৪ দলীয় জোটের কার্যক্রম আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়। কিন্তু দু`বছর পর ২০০৮ সালে ড. ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের পথে হাঁটলে আবার আওয়ামী লীগ ১৪ দলীয় জোট এবং মহাজোটকে পুনরুজ্জীবিত করে এবং ওই নির্বাচনের মাধ্যমে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়।

এই সময়ে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার মহাজোটের মন্ত্রিসভা গঠন করেন। জাতীয় পার্টি থেকে জিএম কাদের, ১৪ দলীয় জোট থেকে আনোয়ার হোসেন মঞ্জুর হোসেন, মহাজোট থেকে জাতীয় পার্টির জাতীয় পার্টি জি এম কাদের, ১৪ দলীয় জোটের দীলিপ বড়ুয়া এবং পরবর্তীতে হাসানুল হক ইনু মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন।

২০১৪ সালেও আওয়ামী লীগ মহাজোটের মন্ত্রিসভা দিয়েই সরকার পরিচালনা করে। কিন্তু ২০১৮ সালের নির্বাচনের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি যে মন্ত্রিসভা গঠিত হয় সেখানে ১৪ দলীয় জোট মহাজোটের কাউকে রাখা হয়নি। এককভাবে আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করেছেন।

মোহাম্মদ নাসিম জীবিত থাকা অবস্থায় ১৪ দলীয় জোটের কার্যক্রম ছিল। কিন্তু গত বছর মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর ১৪ দলও এখন মৃতপ্রায়। এবার জাতীয় সংসদে দেখা গেল যে, ১৪ দলের শরিকরা সরকারের বাজেট সহ বিভিন্ন কর্মকৌশলের কঠোর সমালোচনা করছেন।

আর এই সমালোচনার মধ্যে দিয়ে একটি প্রশ্ন সকলের সামনে এসেছে তাহলো ১৪ দলীয় জোট কি ভেঙ্গে গেছে, আওয়ামী লীগ কি একলা চলো নীতি অনুসরণ করে চলেছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ঐক্য আওয়ামী লীগের জন্যই ভালো। আওয়ামী লীগ যখনই একলা চলো নীতি গ্রহণ করেছে তখনই আওয়ামী লীগই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলা ইনসাইডার

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর