25 C
Dhaka
Thursday, May 9, 2024

খেলাকে কেন্দ্র করে মাঠে সংঘর্ষ: পদদলিত ১২৯ জন

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: শনিবার রাতে দুইদলের সমর্থকদের মধ্যে এই সংর্ঘষের ঘটনা ঘটে। পুলিশ প্রশাসন জানায়, শনিবার আরেমা ও পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার ম্যাচটি পূর্ব জাভার একটি স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচটিতে ২-৩ ব্যবধানে হেরে যায় আরেমা। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন হাজার হাজার ভক্ত-সমর্থকরা। শেষ বাঁশি বাজার পরপরই তারা নেমে যান মাঠে, জড়িয়ে পড়েন প্রাণঘাতী সংঘাতে। একপর্যায়ে তারা কয়েকজন আরেমার খেলোয়াড়ের ওপর হামলা চালায় বলে দাবি করা হয়।

নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের বরাত জানানো হয়েছে, কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে একসঙ্গে জড়ো হয় ও পরস্পরের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ভিড় লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ কারণে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অনেকের। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে সংঘর্ষের ঘটনায় পদদলিত প্রায় ১২৯ জন নিহত হয়েছেন। এসময় আরও প্রায় ২০০ জন আহত হয়েছেন। উদ্ধার কর্মীরা জানিয়েছেন মৃতের সংখ্যা দেড় শতাধিক হতে পারে।

পুলিশ টিয়ার শেল ছুঁড়লে হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছেন পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা।

নিরাপত্তা বাহিনী জানায়, ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যসহ’ প্রাণ হারিয়েছেন ৩৪ জন। বাকিদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয়। চিকিৎসকদের আশঙ্কা, প্রাণহানি আরও বাড়তে পারে।

প্রাথমিক তদন্তে বলা হয়, স্টেডিয়াম থেকে বের হওয়ার একটাই পথ ছিলো। সংঘর্ষের কারণে সেখানে ভিড় জমে যায়। পদদলিত হয়ে অক্সিজেনের অভাবে হয় বেশিরভাগ মৃত্যু।

সংঘর্ষ থামার পর ঘটনাস্থলে হতাহতদের আশপাশে হাজার হাজার পরিত্যক্ত জুতা ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এ ঘটনায় বিআরআই লিগা ওয়ান এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা এবং আরেমাকে বাকি মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) বলেছে, এই ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। এছাড়া এই ঘটনাটি ‘ইন্দোনেশিয়ার ফুটবলের মুখকে কলঙ্কিত করেছে’ বলেও উল্লেখ করেছে তারা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর