30 C
Dhaka
Thursday, May 2, 2024

কারাবন্দি অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন পরিকল্পনা এঁকেছিলেন: দীপু মনি

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতি নন, তিনি বঙ্গবন্ধুকন্যা। অন্যায়ের কাছে তিনি কখনও আপস করেননি। এক এগারোর সরকার তার দেশে ফেরার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল। তাকে হুমকি দেয়া হয়েছিল, দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যা করা হবে বা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে।

কিন্তু বঙ্গবন্ধুকন্যা সেসব হুমকি উপেক্ষা করে সব বাধাকে জয় করে দেশে ফিরেছিলেন। তিনি দেশে ফেরার পরে প্রতিদিনই তাকে মৃত্যু তাড়া করেছে। এর আগেও তাকে ২১ বার হত্যার অপচেষ্টা চালানো হয়েছে।

কিন্তু শেখ হাসিনা দমে যাননি, ভয় পাননি। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে দেশে ফিরেছিলেন। আর তিনি ফিরেছিলেন বলেই দেশে গণতন্ত্র ফিরেছিল।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা, তিনি ফিরেছিলেন বলেই দেশে গণতন্ত্র ফিরেছিল।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এক এগারোর সময়ে কারাবন্দি অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন পরিকল্পনা এঁকেছিলেন। সে সময়ে কারাগারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইনজীবী।

তখন শেখ হাসিনা তাকে একটি খাতা দেখিয়েছিলেন যেখানে কোন সালে কী উন্নয়ন করবেন, দেশকে কী অবস্থায় নিয়ে যাবেন সেই পরিকল্পনা তিনি লিখে রেখেছিলেন। আর তার ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল দিন বদলের সনদ তথা ২০০৮ সালের নির্বাচনি ইশতেহার।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা প্রজ্ঞা দূরদৃষ্টি সাহস সততার জন্যই তিনি আজ বিশ্ব নেতা। এসব গুণাবলীর কারণেই তিনি বিশ্বব্যাপী এই খারাপ সময়ও দেশকে স্বাভাবিক গতিতে রাখতে পেরেছেন।

তার নেতৃত্বেই আমাদের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। যেখানে করোনা মহামারি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর