30 C
Dhaka
Sunday, May 5, 2024

কারাগারে হাজতির মৃত্যু

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা কারাগারে মো. সাহেদ হোসেন (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি রায়পুর থানায় দায়েরকৃত একটি মাদকের মামলার আসামী হিসেবে কারাগারে বন্দি ছিলেন। বুধবার (১৬ মার্চ) সকে তার মৃত্যু হয়।

সে জেলার সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের করইতলা গ্রামের আবদুল হক ব্যাপারী বাড়ির আবুল কাশেমের ছেলে। শাহেদ পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। রায়পুর থানা পুলিশ গত ৭ই মার্চ তাকে ইয়াবা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে।

সদর থানার উপপরিদর্শক আবুল বাসার বলেন, মৃতদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার রফিকুল কাদের বলেন, সকাল সোয়া ১০ টার দিকে শাহেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে দ্রুত সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আনোয়ার হোসেন বলেন, সকালে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা করে তাকে মৃত পাই।

সায়েদের মা সাহারা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, মঙ্গলবার দুপুরে আমার ছেলে আমার সাথে মোবাইলে কথা বলেছে। এ সময় সে আমার খোঁজ-খবর নেয়। আজ সকালে তার মৃত্যুর খবর পেয়েছি।

শাহেদের বোন জেসমিন আক্তার বলেন, আমার ভাই রাজ মেস্তুরীর (নির্মাণ শ্রমিক) কাজ করে সংসার চালাতো। পু্লশি তাকে ধরে এনে ইয়াবার মামলা দিয়েছে। তাকে ষড়যন্ত্র করে ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, শাহেদের স্ত্রী এবং ৬ বছর বয়সী মেয়ে সাময়া আক্তার ও জাহিদ নামে ৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, গত ৬ মার্চ শাহেদকে ইয়াবাসহ গ্রেফতার করে পরদিন কারাগারে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর