35 C
Dhaka
Sunday, May 5, 2024

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: দাঁড়িয়ে বা গাড়ি থামিয়ে কোনো ছবি তোলা যাবে না!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: এই পথে দাঁড়িয়ে বা গাড়ি থামিয়ে কোনো ছবি তোলা যাবে না। শুক্রবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২ এবং ৩ চাকার যানবাহন এবং পথচারী চলাচল সম্পূর্ণ নিষেধ।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর যে কোন ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৬০ কিলোমিটার এবং উঠানামার র‌্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ৪০ কিলোমিটার রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত টোল পরিশোধ করে নিন্মবর্ণিত স্থানসমূহ হতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠা-নামা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

উত্তরা হতে দক্ষিণ অভিমুখী যানবাহন উঠার স্থান

১. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা; ২. প্রগতি সরণি এবং বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাব।

নামার স্থান

১. বনানী কামাল আতার্তুক অ্যাভিনিউ;

২. মহাখালী বাস টার্মিনাল এর সামনে;

৩. ফার্মগেট প্রান্তে ইন্দিরা রোডের পার্শ্বে।

দক্ষিণ হতে উত্তর অভিমুখী যানবাহন উঠার স্থান

১. বিজয় সরণি ওভারপাসের উত্তর এবং দক্ষিণ লেন;

২. বনানী রেলস্টেশনের সামনে।

নামার স্থান

১. মহাখালী বাস টার্মিনাল এর সামনে;

২. বনানী কামাল আতার্তুক অ্যাভিনিউ এর সামনে বিমানবন্দর সড়ক;

৩. কুড়িল বিশ্বরোড এবং

৪. বিমানবন্দর ৩য় টার্মিনাল এর সামনে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর