27 C
Dhaka
Saturday, May 4, 2024

ইভিএম বা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন কেনো নিরাপদ ও কারচুপির সুযোগ নেই

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাস্তবে in-build software সম্বলিত এমন একটা ডিভাইস । এতে কম্পিউটার-এর মতো প্রোগ্রাম করা যায় না, কিংবা মোবাইল ফোনের মতো অ্যাপ ডাউনলোড করা যায় না ।

এভিএম-এর সাথে কোন ধরনের ইন্টারনেট সংযোগ নেই । অফলাইন ক্যাসেট প্লেয়ার যেভাবে ক্যাসেটে প্রদত্ত তথ্য ব্যবহার করে গান কিংবা মুভি প্রদর্শন করে, এভিএম মেশিনও তেমনি Smart Card এবং SD Card এ প্রদত্ত তথ্যের ভিত্তিতে ভোটার সনাক্ত করে ভোটদানের ব্যবস্থা করে । ভোটদানের জন্য একসেট মেশিন, দুটি Smart Card এবং একটা SD Card প্রয়োজন হয় ।

ভোটিং মেশিনের বৈশিষ্ঠ্যঃ

1) ভোটিং মেশিন তৈরির সময়ই এতে software in-build অবস্থায় দেওয়া হয়, যেভারে washing machine, micro-oven কিংবা ক্যাসেট প্লেয়ার-এ in-build software থাকে । কোনো ভোটের আগে এতে নতুন করে প্রোগ্রাম ঢুকানো কিংবা প্রোগ্রাম পরিবর্তন করার কোনো সুযোগ নেই ।

2) প্রিজাইডিং অফিসার মেশিনে একটা Smart Card ঢুকিয়ে Fingerprint প্রদানের মাধ্যমে নিজের পরিচয় নিশ্চিত করে যে কোনো সময় Mock Vote এবং কেবলমাত্র ভোটের দিন আসল ভোটের জন্য মেশিনকে নির্দেশনা দিতে পারে । Mock Vote দিয়ে মেশিনের কার্যকারিতা যেমন পরীক্ষা করা যায়, তেমনি ভোটারদের প্রশিক্ষণ দেওয়া যায় ।

3) ইভিএম মেশিন কেবলমাত্র Smart Card প্রদত্ত তথ্য-এর সাথে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা মিললেই কেবল ভোটে গ্রহন শুরু করে এবং ভোট শুরুর আগে সমস্ত তথ্য (যদি থাকে) মুছে দেয় । এতে কারোর কিছু করার থাকে না । মেশিন ভোট গ্রহণে প্রস্তুত হলে দ্বিতীয় Smart Card এবং SD Card ব্যবহার করে ভোট গ্রহন করা হয় ।

4) ভোট গ্রহন শেষ হলে প্রিজাডিং অফিসারকে Smart Card দিয়ে নিজের পরিচয় মেশিনের কাছে নিশ্চিত করে ভোট বন্ধ করতে হয় এবং ভোটের প্রিন্ট নিতে হয় ।

প্রথম Smart Card এ সংরক্ষিত অথ্যঃ কেবলমাত্র ডাটা থাকে, কোনো ধরনের প্রোগ্রাম থাকে না । উল্লেখযোগ্য তথ্য যা প্রথম Smart Card- এ থাকে তা হল (১) প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের নাম, ছবি, হাতের ছাপসহ অন্যান্য পরিচয়; (২)ভোটের তারিখ, ভোট শুরুর সময় এবং ভোট শেষ করার সময়; (৩) নির্বাচন কমিশন কতৃক প্রিজাডিং অফিসারকে দেওয়া সনাক্তকরণ ক্ষমতা, যা ১% নির্ধারণ করা হয়েছে ।

দ্বিতীয় Smart Card এ সংরক্ষিত অথ্যঃ কেবলমাত্র ডাটা থাকে, কোনো ধরনের প্রোগ্রাম থাকে না । উল্লেখযোগ্য তথ্য যা দ্বিতীয় Smart Card- এ থাকে তা হল (১) ঐ মেশিনের আওতায় যারা ভোট দিতে পারবে তাদের ভোটের সিরিয়াল নাম্বারসমূহ; (২)কে কে ভোট দিয়েছে এবং কখন দিয়েছে সেই তথ্য; (৩) একটা হ্যাশ নাম্বার নাম্বার ব্যবহার করে কে কোথায় ভোট দিয়েছে তার তথ্য সংরক্ষণ । উল্লেখ্য যে, কে কাকে ভোট দিয়েছে তা গোপন রাখতেই হ্যাশ নাম্বার ব্যবহার করা হয়।

SD Card এ সংরক্ষিত অথ্যঃ কেবলমাত্র ডাটা থাকে, কোনো ধরনের প্রোগ্রাম থাকে না । উল্লেখযোগ্য তথ্য যা SD Card- এ থাকে তা হল (১) হাতের ছাপ ও ছবিসহ ভোটারদের তথ্য; (২)প্রার্থীদের নাম, প্রতীক ও অন্যান্য তথ্য ;

কাজেই ইভিএম মেশিন হল ক্যাসেট প্লেয়ার-এর মতো যা দুটি স্মার্টকার্ড এবং একটা এসডি কার্ডে সংরক্ষিত তথ্যের উপর কাজ করে ।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর