38 C
Dhaka
Thursday, May 2, 2024

আইপি টিভি কোনোভাবেই সংবাদ প্রচার, ক্যাবলের মাধ্যমে সম্প্রচার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: আইপি টিভির রেজিস্ট্রেশন যথেচ্ছাভাবে দেয়া সমীচীন হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সচিবালয়ে বেসরকারি টেলিভিশনগুলোর মালিকদের সংগঠন এটকোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এ সময় অ্যাটকোর জ্যেষ্ঠ সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, এটকোর পক্ষ থেকে কয়েকটি বিষয় তোলা হয়েছে। এর মধ্যে একটি হলো, মোবাইল অপারেটরেরা ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করছেন। এটকোর বক্তব্য হলো, এর জন্য তারা কোনো লাইসেন্সপ্রাপ্ত নন।

কিন্তু সেখান থেকে উপার্জন করছে, কনটেন্ট বানাচ্ছে এবং সেগুলো অনলাইনে প্রচার করছে, যেটি তাদের লাইসেন্সের শর্ত ভঙ্গ। আমরা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করব।

তিনি বলেন, টেলিকম মন্ত্রণালয়, বিটিআরসি এবং একই সাথে মোবাইল অপারেটরদের আমরা নোটিফাই করব যে, তারা কেন এটি করছে। তারা যদি নিয়ম বহির্ভূতভাবে এটা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ড. হাছান মাহমুদ বলেন, আমরা আইপি টিভির রেজিস্ট্রেশন দেয়া শুরু করেছি। আইপি টিভি পৃথিবীর বাস্তবতা, তবে ব্যাঙের ছাতার মতো আইপি টিভি সমীচীন নয়। আইপি টিভির রেজিস্ট্রেশন দেয়ার প্রয়োজন আছে কি না, সেই প্রশ্ন এটকোর পক্ষ থেকে তোলা হয়েছে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে ১৪টি আইপি টিভি রেজিস্ট্রেশনের অনুমতি দিয়েছি। আইপি টিভি কিন্তু কোনোভাবেই সংবাদ প্রচার করতে পারবে না। একই সাথে আইপি টিভি কোনোভাবেই ক্যাবলের মাধ্যমে সম্প্রচার করতে পারবে না।

সেটা শুধু ইন্টারনেটের মাধ্যমেই প্রচার করতে পারবে। পরীক্ষা-নিরীক্ষা করে অত্যন্ত যত্নসহকারে আমরা আইপি টিভির বিষয়ে অগ্রসর হতে চাই। যথেচ্ছাভাবে রেজিস্ট্রেশন আমরা মনে করি সমীচীন হবে না।

তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইপি টিভি নিবন্ধনের অনুমতি দেয়ায় উদ্বেগ জানিয়েছে দেশের বেসরকারি টেলিভিশনগুলোর মালিকদের সংগঠন এটকো।

মোবাইল সেবাদাতা কোম্পানিগুলো ওটিটি প্ল্যাটফর্মে যাতে অনুষ্ঠান ও সংবাদ প্রচার না করতে পারে, সেই ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ জানান টিভিমালিকরা।

বৈঠক শেষে অ্যাটকোর জ্যেষ্ঠ সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, আইপি টিভির নামে নতুন করে নিবন্ধন দেয়া হচ্ছে। আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর পক্ষ থেকে উদ্বেগের কথা জানিয়েছি।

আমরা বলেছি, আইপি টিভি কোনো টেলিভিশন নেটওয়ার্কের সিদ্ধান্তের মধ্যে আসে না। প্রধানমন্ত্রীর নির্দেশের পরে এখন প্রায় তিন ডজনের মতো টেলিভিশন চ্যানেল তথ্য ও অনুষ্ঠান প্রচার করছে, সেখানে আইপি টিভি অনুমোদনের কোনো প্রয়োজন আছে কি না সেটা নিয়ে মন্ত্রীকে উদ্বেগের কথা বলেছি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর