29 C
Dhaka
Saturday, April 27, 2024

অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালার শুনানি আগামী সপ্তাহে

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: সোমবার (১৬ মে) এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি না করে আগামী সপ্তাহ পর্যন্ত মুলতবি কর আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মারইয়াম খন্দকার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর অধীনে জারি করা অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা- ২০২২ চ্যালেঞ্জ করে রিট আবেদনের বিষয়ে পরবর্তী শুনানির জন্যে আগামী সপ্তাহে দিন ঠিক করা হয়েছে।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর অধীনে জারি করা অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা- ২০২২ চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত মাসে ব্যারিস্টার মারইয়াম খন্দকার বাদী হয়ে এই রিটটি করেন।

সোমবার (১৬ মে) রিট করার বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর অধীনে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা- ২০২২ জারি করা হয়েছে।

এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো অ্যালকোহল বা মদ উৎপাদন, কেনাবেচা, পান করা, পরিবহন ও আমদানি-রপ্তানির ক্ষেত্রে নিয়মনীতি স্পষ্ট করা হলো।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর