শেখ হাসিনা বুলেট-গ্রেনেড মোকাবিলা করে লড়াই-সংগ্রাম করেছেন মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য: ছাত্রলীগ সভাপতি

4

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলেট-গ্রেনেড মোকাবিলা করে লড়াই-সংগ্রাম করেছেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। শেখ হাসিনা বাংলার মায়েদের জায়নামাজে প্রার্থনায় রয়েছেন।

বিএনপির কাছে মানুষের ভোটের চেয়ে তাদের লাশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, তাদের কাছে দেশের সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ।

তাদের কাছে বাংলার জনগণের অর্থনৈতিক উন্নয়নের চেয়ে মানিলন্ডারিং করে বিদেশে টাকা পাঠানো গুরুত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুরের সন্তান তানভীর হাসান সৈকতকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় সৈকতকে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক এমপি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

Previous articleরাজশাহীতে দিনব্যাপী কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন: প্রধানমন্ত্রী 
Next articleফিলিপাইনে মাংসের দামের চেয়ে পেঁয়াজের দাম বেশি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here