মেসি যাদুতে শেষ ষোল’র স্বপ্ন

6

অনলাইন ডেস্ক: সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপে প্রথম পর্বের হার্ডল পেরুনোর স্বপ্ন যখন ধূসর হতে বসেছে, তখন আর্জেন্টিনাকে স্বপ্ন দেখিয়েছেন মেসি। মেক্সিকোর বিপক্ষে ৭ বারের ব্যালন ডি অর জয়ী’র গোলে আর্জেন্টিনা ফিরে পেয়েছে ছন্দ।

তরুণ ফার্নান্দেজ সেই ছন্দে দিয়েছেন সুর। তাতেই লুসাইলি স্টেডিয়ামে ২-০ গোলে মেক্সিকোকো হারিয়ে শেষ ষোল’র আশা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা।
‘সি’গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে শেষ ষোল’র পথটা কঠিন হয়ে গেছে আর্জেন্টিনার। নক আউট পর্বে আর্জেন্টিনার ঠিকানা খুঁজে নেয়ার কাজটা কঠিন করে দিয়েছে শনিবার সৌদি আরবকে পোল্যান্ড ২-০ গোলে হারিয়ে দিয়ে। ১৯৭৮, ১৯৮৬’র বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপে সর্বশেষ প্রথম পর্বে থেমেছে ২০০২ বিশ্বকাপে এশিয়ার মাঠে।

এবারো সেই এশিয়ায় বিশ্বকাপ, আণ্ডারডগ সৌদি আরবের কাছে হেরে সে শঙ্কাটা ভর করেছে আর্জেন্টিনার। মেক্সিকোর বিপক্ষে রেকর্ডটা তাদের ভাল। ১৬ জয়ের বিপরীতে হার ৫টিতে। বিশ্বকাপে ইতোপূর্বে তিন দেখায় তিনবারই মেক্সিকোর বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা। অতীতের এই রেকর্ড থেকে টনিক নিয়েছে মেসি’র আার্জেন্টিনা।

এই ম্যাচে ৪-৪-২ ফরমেশনে খেলে বলের নিয়ন্ত্রন ৬০% নিয়ে মেক্সিকোর বিপক্ষে কাঙ্খিত জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে অবশ্য আর্জেন্টিনাকে যায়নি সেভাবে চেনা। প্রথমার্ধে মেক্সিকোর গোলমুখে প্রথমার্ধে আক্রমন করেছে আর্জেন্টিনা মাত্র ১টি। খেলার ২৫ মিনিটের মাথায় মন্টিলের ক্রস গোলমুখের সামনে কেউ পা ছোঁয়াতে পারেনি।

আর্জেন্টিনা ফুটবল দলের ত্রাতা তিনি। বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পেরুনো যখন দুরুহ হয়ে পড়েছে, তখন আর্জেন্টিনাকে উদ্ধার করেছেন মেসি। আর্জেন্টিনাকে দিয়েছেন কোপা আমেরিকা ট্রফি উপহার।

খেলার ৬৩ মিনিটে এক সঙ্গে দুই খেলোয়াড়কে বদল করেন আজেন্টিনা কোচ। ডিফেন্সে মন্টিলের পরিবর্তে ম্যান সিটির মনিলা এবং স্ট্রাইকার মার্টিনেজের পরিবর্তে অ্যাথলেটিকো মাদ্রিদের আলভেজকে মাঠে নামিয়ে মাত্র ১ মিনিটের মধ্যে সুফল পেয়েছেন আর্জেন্টিনা কোচ।
৬৪ মিনিটে আর্জেন্টিনা সমর্থকদের উৎসবে ভাসান মেসি। পরিকল্পিত আক্রমনে ডান প্রান্ত থেকে ডি মারিয়ার কাছ থেকে পেয়েছিলেন পাস মেসি। সেই পাস সদ্বব্যহার করেছেন মেসি। ৩০ গজ দূর থেকে জায়গা বানিয়ে বাঁ পায়ের তীব্র শটে গোল করেন ৭ বারের ব্যালন ডি অর জয়ী মেসি (১-০)। এই গোল করে মেসি ছুঁয়েছেন সর্বকালের সেরা ফুটবলার মারাডোনার বিশ্বকাপ গোলসংখ্যাকে (২১ ম্যাচে ৮ গোল)।

Previous articleমাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২২ খ্রি.
Next articleবাংলাদেশে নদীর তলদেশে টানেল, স্বপ্ন এখন বাস্তবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here