22 C
Dhaka
Saturday, January 18, 2025

টুইটারে যুক্ত হচ্ছে অডিও-ভিডিও কল!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: এবার অডিও ও ভিডিও কলের সুবিধা চালু করার ঘোষণা দিয়েছেন টুইটার (এক্স) কর্তা ইলন মাস্ক। বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন। মাস্ক জানিয়েছেন, খুব শিগগিরই টুইটারে এই ফিচার দেখা যাবে। এই সুবিধা পাবে অ্যান্ড্রয়েড, আইওএস, পিসি ও ম্যাকবুক ব্যবহারকারীরা।

মাস্ক জানিয়েছেন, কোনো রকম ফোর নম্বর ব্যবহার না করেই এই কল করা যাবে।  তবে এই কলিং ফিচার কবে নাগাদ আসবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি মাস্ক।

এসব সুবিধা চালু করার ব্যাপারে মাস্ক মঙ্গলবার টুইটে বলেছেন, ‘এই প্লাটফর্মে আপনার হ্যান্ডেল থেকে দ্রুত অডিও এবং ভিডিও চ্যাট আসছে, এতে করে নিজের মোবাইল নাম্বার না দিয়ে আপনি পৃথিবীর যে কারও সঙ্গে কথা বলতে পারবেন।’

এরআগে গত বছর ‘টুইটার ২.০ এভরিথিং অ্যাপ’ আনার কথা বলেছিলেন মাস্ক। ওই সময় তিনি জানিয়েছেন, এই অ্যাপে এনক্রাইপটেড ডাইরেক্ট মেসেজ (ডিএমএস), বেশি শব্দ ব্যবহার করে টুইট এবং পেমেন্টের সুবিধাগুলো থাকবে।

টুইটারে এসব সুবিধা চালু হলে এটি মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠান মেটার ফেসবুক এবং ইনস্টাগ্রামের কাতারে চলে আসবে। এ দু’টি প্ল্যাটফর্মে আগে থেকেই সুবিধাগুলো রয়েছে।

মাস্ক জানিয়েছেন, এনক্রাইপটেড ডাইরেক্ট মেসেজের একটি ভার্সন বুধবার (১০ মে) থেকেই চালু হবে। তবে তিনি জানাননি কল এনক্রাইপট করা হবে কিনা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর