অনলাইন ডেস্ক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল নয়াপল্টনে তারেক জিয়া এবং জোবাইদা রহমানকে দণ্ডিত করার রায়ের প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখছিলেন। গত কিছুদিন ধরেই কূটনীতিকদের সাথে বিএনপির টানাপোড়েন চলছিল।
বিশেষ করে গত ২৯ জুলাই বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান ধর্মঘটের পর কূটনীতিকদের সাথে তাদের প্রকাশ্য দূরত্ব তৈরি হয় বলে জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে এরপর কূটনৈতিকদের একটি পাঁচতারকা হোটেলে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত থাকেন বিএনপি নেতারা। কেউই সঠিকভাবে জবাব দিতে পারেননি।
বিএনপি নেতারা কূটনীতিকদের ব্যাপক প্রশংসা করেছেন। তারা বলেছেন, বিভিন্ন পশ্চিমা দেশগুলো বাংলাদেশের অবস্থা দেখে বুঝতে পেরেছেন যে দেশে গণতন্ত্র নেই। পশ্চিমাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগের নেতারা বিদেশেও পালিয়ে যেতে পারবেন না।
কিন্তু সেই বিএনপি নেতাদের মুখেই গতকাল অন্য কথা শোনা গেল। ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র কি বলল সেটা আমাদের দেখার বিষয় নয়-এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে একটু চমকে দিলেন। হঠাৎ করে তার সুর পাল্টালো কেন-এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।