22 C
Dhaka
Saturday, November 23, 2024

ব্র্যাক ইউনিভার্সিটি টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে ২০২৩–এ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি ১: নো পোভার্টি অর্জনে বিশ্বের সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।

এ ছাড়া এই ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে সামগ্রিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং বিশ্বব্যাপী ৩০১ থেকে ৪০০তম অবস্থানের মধ্যে রয়েছে।

গত বৃহস্পতিবার (১ জুন) টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে-২০২৩ প্রকাশ করা হয়।

এই র‍্যাঙ্কিংয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) পূরণে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়ন করা হয়ে থাকে।

জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যান্য ক্যাটাগরিতেও সাফল্য প্রদর্শন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। এসডিজি–৪: গুণগত শিক্ষা, এসডিজি-৮: শোভন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এসজিডি-১৬: শান্তি ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বিশ্বসেরা ২০১ থেকে ৩০০তম অবস্থানের মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।

সেই সঙ্গে এসডিজি-৫: জেন্ডার সমতা এবং এসডিজি ১০: অসমতা হ্রাস ক্যাটাগরিতে ব্র্যাক ইউনিভার্সিটির অবস্থান ৪০১ থেকে ৬০০–এর মধ্যে।

র‍্যাঙ্কিংয়ে সাফল্যের বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মাহফুজুল আজিজ বলেন, এ অসামান্য র‍্যাঙ্কিং ইতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টি এবং বিশ্বব্যাপী টেকসই উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করছে। আগামী নেতৃত্ব তৈরি, উদ্ভাবনী গবেষণা পরিচালনা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে ব্র্যাক ইউনিভার্সিটি সর্বদা অঙ্গীকারবদ্ধ।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর