অনলাইন ডেস্ক: সোমবার (৫ সেপ্টেম্বর) চারদিনের সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বর্ধিত বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পায়।
দ্বিপাক্ষিক আলোচনার পর, দুই প্রতিবেশী দেশের মধ্যে বেশ সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ভারত সফরের তৃতীয় দিনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামে’র অনুষ্ঠানে অংশগ্রহণ ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত ভারতীয় সেনাদের পরিবারের সদস্যদের মাঝে ‘মুজিব স্কলারশিপ’ প্রদান করবেন।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার সময় ‘বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামে’র অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
সফরসূচী অনুযায়ী বিকেল ৩টার সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত ভারতীয় সেনাদের পরিবারের সদস্যদের মাঝে ‘মুজিব স্কলারশিপ’ প্রদান করবেন শেখ হাসিনা।