বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ।
শুনানি শেষে সিআইডি পুলিশকে আগামী ৬ জানুয়ারি মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদী ওমর ফারুক আসিফ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাবেক সহসম্পাদক।
এর আগে গতকাল রোববারও একই ট্রাইব্যুনালে মামলার অভিযোগ দাখিল করেন মোহাম্মদ ওমর ফারুক আসিফ। কিন্তু সেদিন ট্রাইব্যুনাল থানায় মামলার পরামর্শ দেন।
জানা গেছে, ট্রাইব্যুনালে পরামর্শ অনুযায়ী বাদী থানায় গিয়ে মামলা করতে পারায় সোমবার আবার ট্রাইব্যুনালে মামলার আবেদন দাখিল করেন। এর মধ্যে একই অভিযোগে দন্ডবিধি আইনে দেশের রাজবাড়ী, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় মামলা হয়েছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়।
গত ১৯ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর গত ২৫ নভেম্বর মেয়র পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।