জামালপুরের ইসলামপুর উপজেলায় স্বাস্থ্য বিভাগের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উন্নয়ন সংঘ ও ইউনিসেফের সহযোগিতায় ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসহ যৌন, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্য কমিউনিটি ভিত্তিক কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত ওই বার্ষিক সমন্বয় সভা বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মাস্টার, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, কুলকান্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক বাবু।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন চন্দ্র সরকার।
প্রধান ও বিশেষ অতিথিরাসহ অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, মাধ্যমিক কর্মকর্তা আরিফা আক্তার কাকলী, স্বাস্থ্য পরিদর্শক মানোয়ারা খাতুন প্রমুখ।
মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসহ যৌন, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্য কমিউনিটি ভিত্তিক কার্যক্রমের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে মুক্ত আলোচনায় অংশ নেন বক্তারা।
সভায় বিভিন্ন ইউপির চেয়ারম্যান, মেম্বার ও সচিব, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন।