42.2 C
Dhaka
Thursday, April 25, 2024

লক্ষ্মীপুরে ক্ষুদ্র ঋণের সুষ্ঠ ব্যবহার ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

চাকুরির খবর

ক্ষুদ্র ঋণের সুষ্ঠ ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় র্শীষক সেমিনার লক্ষ্মীপুর শহর সেবা কার্যালয়ের আয়োজনে ২৩ জুন (বুধবার) অনুষ্ঠিত হয়।

জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার মুকবুল আহমদ, বিআরডিবি জেলা শাখার উপ-পরিচালক সাধনা রাণী দেবনাথ, লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান।

উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান, শহর সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল আজিজ মাহবুব, (কম্পিউটার প্রশিক্ষক) আবদুর রশিদ, (আমিন প্রশিক্ষক) প্রহর লাল দেবনাথ, পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন প্রমুখ। এসময় সমাজ সেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এনজিওসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন সেমিনারে অংশ গ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঋণ গ্রহন করে কেউ সফল হয়, আবার কেউ ব্যর্থ হয়। ঋণ নিয়ে দারিদ্র বিমোচন করবো এমন মনমানসিকতা থাকতে হবে।

ঋণ নিয়ে উদ্যোক্তা হওয়ায় কেউ যদি ঋণ নিয়ে স্বাবলম্বী হয়ে তা হলে তার বিদেশে যাওয়ার প্রয়োজন হয়না। প্রত্যেক মানুষ যদি স্বাবলম্বী হয় তা হলে দেশ এগিয়ে যাবে। দেশের বিরাট জনগোষ্ঠীকে মানব সম্পদে রুপান্তরিত হতে হবে।

আমি আশা করি ঋণ গ্রহনকারীরা আয় বর্ধক কাজে লাগিয়ে পরিবার সহযোগীতা করছে এবং করবে। নারী-পুরুষেরা প্রশিক্ষণ নিয়ে ঋণ করে করে ঘরে বসে টাকা আয় আয় করা সম্ভব যদি। তবে সেই জন্য ভালো মনমানসিকতা প্রয়োজন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর