হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করে এখন পুলিশি রিমান্ডে তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞেসাবাদে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক তার ব্যক্তিগত জীবন সস্পর্কে যেমন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তেমনি রাজনৈতিক বিষয়ে চমকে যাবার মতো তথ্য উদঘাটন হচ্ছে বলে আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে।
তার ব্যক্তিগত বিয়ে নিয়ে যেমন অনেক কথা বলেছেন তেমনি রাজনৈতিক বিষয় নিয়েও তিনি বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন।
তাকে যারা জিজ্ঞাসাবাদ করছেন তাদের সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানরত তারেক জিয়ার সঙ্গে মামুনুল হকের যোগাযোগ আছে এবং তারেক জিয়া মামুনুল হকের সঙ্গে মাঝে মাঝেই কথা বলেন।
আর তারেক জিয়ার কারণেই মামুনুল হক বিভিন্ন সময় উগ্রবাদী কথাবার্তা বলে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতেন।
ধারনা করা হচ্ছে, তারেক জিয়া বাংলাদেশে একটি রাজনৈতিক অশান্তি তৈরি করার জন্য হেফাজতের একটি অংশের সঙ্গে যোগাযোগ রাখতেন আর তাদের মধ্যে মামুনুল হক ছিলো অন্যতম।
আর এ কারণেই মামুনুল হক মাঝে মাঝেই সরকার বিরোধী উস্কানিমূলক কথা বলা শুরু করেন।
মামুনুল হকের কারণেই হেফাজত বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে কঠোর অবস্থানে গিয়েছিলো এবং সারাদেশে তাণ্ডব চালানোর মূল পরিকল্পনাকারী ছিলো মামুনুল।
এখন আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করে দেখছে যে এই পরিকল্পনার নেপথ্যে মামুনুল হককে তারেক জিয়া কতটুকু উৎসাহ যুগিয়েছে বা আদৌ উৎসাহ যুগিয়েছে কি না।
বাংলা ইনসাইডার