31 C
Dhaka
Thursday, March 28, 2024

পোল্যান্ড এবং মেক্সিকোয় ফাইজার এর ভুয়া ভ্যাকসিন

চাকুরির খবর

মার্কিন ফার্মাসিউটিক্যাল সংস্থা ফাইজার মেক্সিকো ও পোল্যান্ডে এর করোনভাইরাস ভ্যাকসিনের নকল সংস্করণ চিহ্নিত করেছেন।

দেশ দুটির কর্তৃপক্ষ নকল ভ্যাকসিন জব্দ করে  এবং পরীক্ষার মাধ্যমে জাল বলে নিশ্চিত করেছে ।

মেক্সিকোতে ভ্যাকসিনের শিশিগুলোতে নকল লেবেল লাগানো ছিল। আর পোল্যান্ডে পাওয়া নকল ভ্যাকসিনগুলো ছিল রিঙ্কেল চিকিৎসায় ব্যবহৃত ওষুধ বলে মনে করা হচ্ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিও এইচও) সতর্ক করে দিয়েছে যে জাল ভ্যাকসিনগুলি বিশ্ব জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে।

পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী বুধবার জোর দিয়ে বলেছিলেন যে জাল ডোজগুলি সরকারীভাবে বিতরণে থাকার ঝুঁকি “কার্যত অস্তিত্বহীন”।

এগুলো চিহ্নিত করে দ্রুত সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ডব্লিও এইচ ও।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর