25 C
Dhaka
Saturday, January 18, 2025

শেখ হাসিনা অতিকথন-উৎসাহীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিয়েছেন: আবদুর রাজ্জাক

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: বিএনপি-জামায়াত ও ভূমি দস্যু-সন্ত্রাসীদের ইউনিট-ওয়ার্ড কমিটিতে স্থান না দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী ড.আবদুর রাজ্জাক।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইতিমধ্যে অতিকথন-উৎসাহীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিয়েছেন। অপরাধ করলে আর কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে বেলা ১১ টায় বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

এ সময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ৭০নং ওয়ার্ড কাউন্সিল আতিকুর রহমান আতিক, ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমরা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: হাবিবুর রহমান হাবু ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: আবুল বাশার।

ড. আবদুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ টানা তিন বার ক্ষমতায় আছে, এই সুযোগে ক্ষমতার সাদ পেতে অনেকে নানা কৌশলে অনুপ্রবেশকারিদের দলে ভিড়িয়েছেন। আগামীতে তাদের বিরুদ্ধেও অভিযোগ আসলে কঠোর থেকে আরো কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর