38 C
Dhaka
Friday, April 19, 2024

ময়মনসিংহে দ্রুত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা হবে: সালমান এফ রহমান

চাকুরির খবর

বিডিনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, কৃষকরা যেন সঠিক মূল্য পায় সে জন্য অ্যাগ্রোপসেসিং, ফুড প্রসেসিং কারখানার প্রতি গুরুত্ব দেওয়া হবে। জমির সমস্যা দূর করে ময়মনসিংহে দ্রুত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ১১ বছরে মাথাপিছু আয় ৫০০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে দুই হাজার ৫৪০ ডলারে দাঁড়িয়েছে। একই সাথে জিডিপি বৃদ্ধি পেয়েছে ৩৫ বিলিয়ন থেকে ৪১০ বিলিয়নে। এজন্য দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ময়মনসিংহ অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা-সংকট-সমাধান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি এ সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেন। 

ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত সভায় ময়মনসিংহের শিল্প উদ্যোক্তা ও নারী উদ্যোক্তারা নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম শিল্পোন্নয়নে কিছু দাবি উপস্থাপন করেন। 

এছাড়া শিল্পোদ্যোক্তারা শিল্পাঞ্চলগুলোতে যেন ব্যবসায়ীরা প্রাধান্য পায় সে দিকে নজর রেখে শিল্পাঞ্চলে প্লট দেওয়ার দাবি জানান তারা। ক্ষুদ্র উদ্যোক্তারা পণ্য উৎপাদন করলেও বাজারজাত করণের পাইকারি বাজার নেই।

বিসিকের জায়গা খুব অপ্রতুল থাকায় জায়গা বাড়ানোর দাবি জানানো হয়। ময়মনসিংহ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত শুরু ও ফুড প্রসেসিং কারখানার দাবিও জানানো হয়।

দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিনমন্ত্রী শরীফ আহমেদ, এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু, এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক আবদুল হালিম, উপপরিচালক একেএম গালিভ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য, এফবিসিসিআই’র সহসভাপতি এমএ রাজ্জাক খান, শিল্পপতি মো. বাদশা মিয়া প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর