27 C
Dhaka
Friday, November 22, 2024

লক্ষ্মীপুর রামগঞ্জে শ্বাশুড়ীকে হত্যার অভিযোগে পূত্রবধু আটক

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে শ্বাশুড়ী রহিমা বেগম (৬০) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পূত্রবধু তাহমিনা আক্তার (২৫) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতার মর্গে পাঠিয়েছে পুলিশ। তাহমিনা আক্তার নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখীল গ্রামের মফিজুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাশুড়ি রহিমা বেগমের সাথে দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধের জেরে একই ঘরে আলাদা চুলোয় রান্না করে খেতো দুবাই প্রবাসী মোঃ হুমায়ুন কবিরের স্ত্রী ও পুত্রবধূ তাহমিনা আক্তার।

খুটিনাটি নিয়ে সংসারে অশান্তি ও প্রবাসী ছেলের কাছ থেকে কোন প্রকার সহযোগীতা না পেয়ে রহিমা বেগমের স্বামী আবু তাহের মিয়া (৭০) জীবিকার তাগিদে ঢাকার একটি বেকারীতে চাকুরী নিতে বাধ্য হয়।

এ নিয়ে বুধবার রাতে শ্বাশুড়ী ও পূত্রবধুর সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে কথাকাটিও হয় দুইজনের মধ্যে।

এরপর নিজ রুমে ঘুমিয়ে পড়েন শ্বাশুড়ী। পরে রাতে চিৎকার দিয়ে পূত্রবধু জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা এসে দরজা খুলতে না পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পূত্রবধুকে আটক করে।

নিহতের মরদেহ উদ্ধার করে করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রামগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, বালিশ চাপা দিয়ে শ্বাশুড়ীকে হত্যা করার অভিযোগে পূত্রবধুকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর