26 C
Dhaka
Saturday, January 18, 2025

লক্ষ্মীপুরে পানিতে পড়ে ২১ মাসের শিশু ছেলের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

চাকুরির খবর

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে মো: সুজন নামে ২১ মাসের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। ১৪ জুলাই (বুধবার) দুপুরে এ ঘটনায় ঘটে। সুজন একই এলাকার মো: সবুজ খানের একমাত্র পুত্র।

স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে শিশু পরিবারের অগোচরে বাড়িতে বের হয়ে পাশ্বের পুকুরে পড়ে যায়। তার পিতা চট্টগ্রামে থাকে মাতা রান্নার কাজে ব্যস্ত ছিল।

পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে মরদেহ পানি থেকে উঠিয়ে নিয়ে আসে।

বিকেলে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে স্বজনরা জানান। এ ব্যাপারে মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম জানান, ছেলেটি পানিতে পড়ে মারা যাওয়ার সংবাদ পেয়েছি।

স্থানীয় ইউপি মেম্বার মোরশেদ আলম মে নিহতের দাফন কাফনে সহযোগীতা করার জন্য বলা হয়েছে। এ দিকে শিশুর মৃত্যুতে ওই বাড়িতে কান্নার আওয়াজে পড়ে যায়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর