19 C
Dhaka
Sunday, January 19, 2025

রুপসায় প্রতিমা ভাঙচুর: সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি | ১৩ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৯শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ , বর্ষাকাল, ৫ই মহর্‌রম, ১৪৪৩ হিজরি

চাকুরির খবর

খুলনা রুপসার শিয়ালী গ্রামে প্রতিমা ও বাড়িঘর ভাঙচুর এবং সংখ্যালঘু (হিন্দু) সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদ।

বুধবার (১১ই আগষ্ট) বিকাল সাড়ে ৪ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে দুই ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহিলা ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিপ্রা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাক্তার অসিত মল্লিক, সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ বাড়ৈ মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সরোজ কান্তি বিশ্বাস, শহর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পল্টু বিশ্বাস, হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের সভাপতি সুবল রায়, ডেভিট বৈদ্য প্রমুখ।

এসময় বক্তরা খুলনা রুপসার শিয়ালী গ্রামে প্রতিমা ও বাড়িঘর ভাঙচুর এবং সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওয়াতায় এনে শাস্তির দাবী জানায়।

এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া, পটুয়াখালীল কলাপাড়া, রাখাইনদের উচ্ছেদ, কোটালীপাড়ার কলাবাড়ীতে সংঘর্ষ, সাভারে প্রধান শিক্ষক মিন্টু বর্মনকে হত্যাসহ সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপিড়ন, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদেও বক্তব্য রাখেন বক্তারা।

হিন্দুদের নিরাপত্তার জন্য সংখ্যালঘু বিষয়ক কমিশন ও মন্ত্রালয় গঠনে সরকারের প্রতি দাবী করেন তারা।

এর আগে দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হরিচাঁদ ঠাকুরের বাড়ি ওড়াকান্দির শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দির প্রাঙ্গণে এর প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর