25 C
Dhaka
Friday, November 22, 2024

রাঙামাটিতে অস্ত্রসহ জেএসএস সদস্য আটক!

রাঙামাটি প্রতিনিধি | ২৪শে আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ , শরৎকাল, ১৬ই মহর্‌রম, ১৪৪৩ হিজরি

চাকুরির খবর

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ জেএসএস’র (মূল) এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মগবান ইউনিয়নের কুকিমাড়া এলাকায় জেএসএস (মূল) দলের আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জেএসএস সদস্যের নাম অনিল কান্তি চাকমা (৩৯)।

সেনাবাহিনী সূত্র জানা গেছে, রোববার সকালে জুরাছড়ি উপজেলা কুকিমাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেএসএস (মূল) দলের আস্তানায় অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী। 

এসময় জেএসএস (মূল) দলের আস্তানায় অবস্থানরত সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর চাপের মুখে সন্ত্রাসীরা ওই এলাকা হতে পালিয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। 

পরে এলাকা তল্লাশি করে ১টি এসএমজি ও ২০ রাউন্ড এসএমজির এ্যামুনিশন, ১টি পিস্তল ও ১০ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, ২টি ম্যাগাজিন ৪টি দা, ১টি ছুরি, ১টি ওয়াকিটকি সেট, ২ জোড়া ইউনিফরম, ৫টি কম্বল, ১টি টুপি, ৪টি মোবাইল (২টি স্মার্ট ও ২টি নরমাল, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, দলিল দস্তাবেজ, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ও অন্যান্য সরঞ্জামাদিসহ জেএসএস’র (মূল) একজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর