32 C
Dhaka
Thursday, April 25, 2024

সরকারি কর্মচারীরা যোগদানের মাস থেকেই উৎসব ভাতা পাবেন।

বিডিনিউজ ডেস্ক | ঢাকা | ২৪শে আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ , শরৎকাল, ১৬ই মহর্‌রম, ১৪৪৩ হিজরি

চাকুরির খবর

চাকরিতে যোগদানের কতদিন পর সরকারি কর্মচারীরা উৎসব ভাতা পাবেন তা স্পষ্ট করেছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক চিঠিতে জানায়, সরকারি কর্মচারীরা যোগদানের মাস থেকেই উৎসব ভাতা পাবেন।

‘নবনিযুক্ত কর্মচারীদের উৎসব ভাতার প্রাপ্যতা’ বিষয়ে চিঠিতে সরকারি/আধা-সরকারি/রাষ্ট্রীয় মালিকানাধীন এবং স্ব-শাসিত প্রতিষ্ঠানগুলোকে নবনিযুক্ত কর্মচারীদের উৎসব ভাতার প্রাপ্যতার বিষয়ে বলা হয়।

‘একজন নবনিযুক্ত কর্মচারী যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে, সেই মাসে বা তার পূর্ববর্তী মাসে যত তারিখেই যোগদান করুক না কেন যোগদান করা পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কবে যোগদান করে কী পরিমাণ উৎসব ভাতা দেয়া হবে তা নিয়ে সৃষ্ট জটিলতা থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। দুই ঈদ ছাড়া সরকারি কর্মচারীদের জন্য নববর্ষের উৎসব ভাতার ব্যবস্থা করেছে সরকার।

উৎসব ভাতার চিঠি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সব সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক, হিসাব মহা নিয়ন্ত্রক, মন্ত্রণালয়/বিভাগের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, বিভাগীয়, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর