28 C
Dhaka
Thursday, November 21, 2024

নেত্রকোনায় প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ!

চাকুরির খবর

নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম (৪০) ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা ছিলেন। তিনি নেত্রকোণার কলমাকান্দা সিধলী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এছাড়া নিহত হয়েছেন সিএনজি চালক মো: ফারুক (২১)। তিনি ময়মনসিংহের সাহাবাজপুরের সোলাইমান ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, আজ বিকেলে যাত্রীবাহী একটি সিএনজি নেত্রকোণা থেকে ছেড়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউশী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার ও সিএনজির চালকসহ ৮ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর স্থানীয়রা এসে আহতের উদ্ধার করেন। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত এবং আহতদের উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী নামক স্থানে এই ঘটনাটি ঘটে। টনাস্থলেই এক পুলিশ সদস্য নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর