গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ ও সচেতনামূলক প্রচার করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ ও আধা কেজি করে চিনি ও ডাল।
সোমবার বেলা ১২ টায় পৌরসভার ৬ নং ওয়ার্ডে ৪টি পরিবারের মাঝে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম।
এসময় স্থানীয় পৌর সদস্য ফায়েক শেখ সহ উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম জানান, স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে করোনায় আক্রান্ত ৪টি পরিবারের অসুবিধার কথা জেনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও খাদ্য বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।
আর গ্রামের মানুষ করোনায় বেশি আতঙ্কিত। তাই করোনাকে ভয় না করে সাহস নিয়ে মোকাবেলা করার অনুরোধ জানান তিনি।