22 C
Dhaka
Friday, November 22, 2024

কলেজ ছাত্রীকে বিয়ে করলেন সেই শিক্ষক

চাকুরির খবর

গোপালগঞ্জ প্রতিনিধিঃ অবশেষে কলেজ ছাত্রী লিলি বিশ্বাসকে (২২) ধর্মীয় মতে বিয়ে করলেন টুঙ্গিপাড়া উপজেলার ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত মন্ডল।

মঙ্গলবার রাত ১ টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের ওই শিক্ষকের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। পরে সনাতন ধর্মীয় রীতি-নীতি মেনে কলেজ ছাত্রীর সাথে  শিক্ষক বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এসময় স্থানীয় ইউপি সদস্য পলাশ বিশ্বাস,  সাবেক ইউপি সদস্য হরিচাঁন মন্ডল, সাবেক শিক্ষক বিজন বিশ্বাস, ভীম মন্ডল, অর্জুন মন্ডল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লিলি বিশ্বাস ঢাকার একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ও গুয়াধানা গ্রামের নিতাই বিশ্বাসের মেয়ে। আর শিক্ষক সুকান্ত মন্ডল একই গ্রামের সুনীল মন্ডলের ছেলে ও ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য পলাশ বিশ্বাস বলেন, রাত ১২ টার পরে আমাকে দুই পরিবারের লোকজন মোবাইলে জানায় সুকান্ত ও লিলির বিয়ে হবে।

তখন শিক্ষক সুকান্ত মন্ডলের বাড়িতে গিয়ে দেখি ধর্মীয় রীতি মেনে বিয়ের আয়োজন করা হয়েছে। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। 

কলেজ ছাত্রী লিলি বিশ্বাস বলেন, মঙ্গলবার রাতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সুখে সংসার করতে সবার দোয়া ও আশীর্বাদ চাই।

জানা যায়, কলেজ ছাত্রী লিলি বিশ্বাস ও সুকান্ত মন্ডলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে সুকান্ত মন্ডল তাকে বিয়ে করতে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। তখন কলেজছাত্রী লিলি বিশ্বাস বিয়ের দাবিতে ওই শিক্ষকের বাড়িতে অনশন করেন।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি নেট মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাওয়ায় চাপে পড়ে অবশেষে বিয়ে করতে বাধ্য হয় শিক্ষক সুকান্ত মন্ডল।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর