লক্ষ্মীপুর প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজাদ উদ্দিন চৌধুরী মারা গেছেন।
সোমবার (১২ এপ্রিল) ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিকেল সাড়ে ৫ টার দিকে রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে সেখানে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
আজাদ উদ্দিন রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, আজাদ উদ্দিন চৌধুরী বাড়িতেই জ্বর শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ৪ দিন আগে তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে পরীক্ষার পর তাঁর করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
রামগতি উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহ মো. রাকিব বলেন, আজাদ উদ্দিন চৌধুরী একজন জনবান্ধব নেতা ছিলেন। তার মৃত্যুতে যুবলীগের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমেবদনা রইল।
অপর দিকে সাবেক রামগতি-কমলনগর আসনের এমপি ও কেন্দ্রিয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি করোনা পজেটিভ। তিনি ঢাকায় নিজ বাসায় আইসোলেশন রয়েছে।