অনলাইন ডেস্ক: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৩০ মার্চ) সংসদে প্রশ্নোত্তরে তিনি একথা জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারাবিশ্বেই প্রভাব পড়েছে। তাই বাজার নিয়ন্ত্রণ, মজুদ করে কৃত্রিম সংকট তৈরির প্রবণতা বন্ধ করতে বাজার মনিটরিং টিম, মোবাইল কোর্ট ও প্রতিযোগিতা কমিশন কাজ করছে।
সংসদ নেতা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ভূমিহীনদের ঘর দেয়ার কাজ করছি। তাদের জীবন ও জীবিকার ব্যবস্থা করে দেয়া হচ্ছে। তারা একটা ঠিকানা পেয়েছে, প্রতিষ্ঠিত হচ্ছে- এটা আমার সব থেকে বড় আনন্দের দিন’।