38 C
Dhaka
Friday, April 19, 2024

ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি: শাকিব খান

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: শনিবার (১৮ জুন) তার ফেসবুক পাতায় স্ট্যাটাস দিয়ে শাকিব খান লিখেছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ।

বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।

ভারী বৃষ্টিতে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেটের ৬০ শতাংশ এবং সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা এখন পানির নিচে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, আগামী দুই দিন বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। বন্যায় মানুষ চরম বিপাকে পড়েছেন। সেই সব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায় পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

তিনি আরো লিখেছেন, সেই সাথে একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি; যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায়।

বন্যা কবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন [email protected]

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর