38 C
Dhaka
Tuesday, April 16, 2024

বয়স ও যৌবন

চাকুরির খবর

বয়স ও যৌবন
-মো. নজরুল ইসলাম

ভেবেছিনু আমি বুড়া,
নীল আকাশ অশেষ বয়স,
দেখতে কচি নব যৌবনা,
ভেবেছিলাম আমি বুড়া,
তবু দেখি পদ্ম পাতার জল,
ছলে ছলে করে টলমল,
অহর্নিশি চির সবুজ যৌবন যেন তার চির সাজ।

মেঘ দেখে ভেবেছিলাম আমি হয়ে গেছি বুড়া,
বৃষ্টির অঝর ধারা আমাকে এনে দিল চঞ্চলতা,
আজি দেখলাম আমার পেকে গেছে মাথার চুল।
তবু সে বলে তুলি গুল্ম লতা, বেগুন ফুল।
বয়স সে চোখের ভুল, মনের আগাছা।
অন্তরে আছে লুকিয়ে অনেক ভালোবাসা।
যারা ভাবে শরীরই যৌবন তারা দেখুক রাঙা ভোর,
শিশির বিন্দু, চিক চিক উম্মত্ত
হাসির ঝিলিক।

গভীর রাত,
একই কম্বলে জড়ানো দুজন।
বয়স সে তো ক্ষনিকের রস,
কারো মনের বাসনা নিবানোর প্রবল ইচ্ছা।

আসলে মানুষ হয়নাকো কবু বুড়া,
বুড়া হয় তার মন।
যার মন চঞ্চল সে হলো তৃণ লতা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর