24 C
Dhaka
Friday, March 29, 2024

গীতি কবি আব্দুর রশিদ এর সংগীত জীবনে পথ চলা

চাকুরির খবর

নিজস্ব প্রতিবেদক: বিডিনিউজ ডট গ্লোবাল

গীতি কবি আব্দুর রশিদ এর সংগীত জীবনে পথ চলা

সুর আর ছন্দের যাদুকর গীতিকার আব্দুর রশিদ। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের হদ্দের ভিটা গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে গীতিকবি আব্দুর রশিদ পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসায়ী হলেও তিনি গীতিকার, সুরকার ও কবিতা-গল্পসহ সব ধরনের লেখালেখিতে পারদর্শি।

ছোটবেলা থেকেই তিনি লেখালেখিতে পারর্দশী ছিলেন। ছোটগল্প, ছড়া, কবিতা গান লিখার প্রতি ছিল তার প্রচুর নেশা। মাঝে মাঝে গুন গুনিয়ে সুর দিয়ে নিজেই গাইতেন তার লেখা গান। তার লেখা গান, বিরহ, ফোক, মৌলিক, ভাটিয়ালি, বিচ্ছেদ ও দেহতত্ব প্রভৃতি।

উনার বেশ কিছু গান বিভিন্ন ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। তার অজশ্র গান কবিতা লেখা রয়েছে। কবি আব্দুর রশিদের লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের ক্লোজআপ ওয়ান তারকা জনপ্রিয় সংগীত শিল্পী নোলক বাবু। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী আসাদ বাবু্, জনপ্রিয় সংগীত শিল্পী রাজীব বাউল, জনপ্রিয় সংগীত শিল্পী একে আজাদ, বিরহ শিল্পী বাউলা সুমন, ও বাউল শিল্পী কাওসার সরকার।

তার লেখা কিছু গান বিভিন্ন ইউটিউব চ‍্যানেলে বর্তমান সময়ে রিলিজ হয়েছে। তার লেখা জনপ্রিয় গানের শিরোনাম হলোঃ- কি আগুন বুকে, মন দিয়াছি, সবার কপালে সুখ সয় না, দুঃখেই করি বসবাস, স্বার্থপর, বন্ধু নিলানা খবর, পিরিতের ঘাঁও, প্রানো বন্ধু, দিলের জিকির, সমন জারি, এবং ইসলামিক গজল ওহে মুসলমান, এবং অন্ধকার কবর।

AR Music 21 ইউটিউব চ্যানেল এর ব‍্যানারে সব সময় শ্রোতাদের ভালবাসায় গান লিখেন তিনি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর